Saturday, July 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের সুখবর দিল সৌদি আরব

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, একমাসের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন মেয়াদ শেষ হওয়া ভিজিট ভিসাধারীরা।

ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি। এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ‘ফাইনাল এক্সিট’ নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ।

দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী একমাস চালু থাকবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিজিট ভিসাধীদের স্পন্সররাও নানা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।

অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles