পর্দা উঠতে চলেছে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের ফেস্টিভ্যালের থিম একতারা। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব।
ঈদ হবে আর বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মুক্তি পাবে না, এমনটা হলে যেন বলিউডপ্রেমীদের ঈদ পূর্ণতা পায় না। আসছে ঈদে সেই পূর্ণতা দিতে আসছেন এ সুপারস্টার। নিজেই সেই খবর জানিয়েছেন সালমান খান।
রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘ছাবা’। লক্ষ্মণ উতেকার নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এই সিনেমা।
Some quick example text to build on the card title and make up the bulk of the card's content.
Go somewhere