শুভ জন্মদিন সজল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৩, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্রেও। অভিনয়দক্ষতা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনেক আগেই। আজ তাঁর বিশেষ দিন। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্রেও। অভিনয়দক্ষতা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনেক আগেই। আজ তাঁর বিশেষ দিন। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

মূলত টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন সজল। ২০০১ সালে তিনি প্রথম মিডিয়ায় আসেন। ২০০৪ সালে অভিনয় করেন প্রথম পূর্ণাঙ্গ নাটকে। এরপর অসংখ্য একক নাটকে অভিনয় করেছেন, পাশাপাশি কিছু ধারাবাহিকেও দেখা গেছে।

‘নিঝুম অরণ্যে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে তার যাত্রা শুরু।

পরবর্তী সময়ে ‘রানআউট’, ‘জ্বিন’সহ আরও কিছু সিনেমায় দেখা গেছে তাকে। বিশেষ এই দিনে সজলভক্তদের জন্য দারুণ খবর হলো, আসছে রোজার ঈদে মুক্তি পাবে ‘জ্বিন থ্রি’। এবার সজলের নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। এ ছবি দিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে তাদের। পরিচালক কামরুজ্জামান রোমান এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন।

সজল জানান, চলতি মাসের শুরুতে মুন্সীগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানেই হয়েছে ছবিটির নির্মাণকাজ। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরে এসেছেন। তার সঙ্গে ফিরেছেন নুসরাত ফারিয়াও। দৃশ্যের শুটিং সব শেষ। কিছু অ্যাকশন ও গানের শুটিং বাকি। সেগুলোও রোজার আগেই শেষ হবে। গানের শুটিং দিয়ে শেষ হবে সিনেমার শুটিং।

এসএস//

Share This Article